নাহিদ ইসলাম: সাইফুল হত্যায় জড়িত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কঠোর শাস্তি হবে

নাহিদ ইসলাম: সাইফুল হত্যায় জড়িত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কঠোর শাস্তি হবে

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেসকল সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি প্রদান করা হবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি ও আর্জি আন্তরিকভাবে বিবেচনা করেছে। তবে চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সভা ও সমাবেশে মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির চেষ্টা করছিলেন। তিনি আরও জানান, রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ার পরও চিন্ময় কৃষ্ণ কোন আইনি পদক্ষেপ গ্রহণ না করে বিভিন্ন সভা-সমাবেশে অংশগ্রহণ করছিলেন। তার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশে জুলাই মাসের অভ্যুত্থানকে নেতিবাচকভাবে উপস্থাপন করা। ভারতীয় মিডিয়া এই ধরনের মিথ্যা প্রচারণা বারবার চালিয়ে এসেছে।

আজকের চট্টগ্রাম আদালতে এক আইনজীবীকে চিন্ময় কৃষ্ণের সমর্থকরা কুপিয়ে হত্যা করেছে, যা নজিরবিহীন বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করার জন্যই এই ধরনের সন্ত্রাসী সমর্থকগোষ্ঠী তৈরি করেছেন।

নাহিদ ইসলাম আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করেছে, এবং ভারতীয় মিডিয়াও মিথ্যা প্রচারণা চালিয়ে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। তবে, তিনি আশ্বাস দেন যে, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বাংলাদেশের নাগরিক এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সরকার নাশকতাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে।

সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করা হবে।

সর্বশেষ সংবাদ