**Title:** হাসিনা ও তার সহযোগীদের পুনর্বাসন নিয়ে কোনো সাফাই নয়: সারজিস আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার সহযোগীদের পুনর্বাসন নিয়ে তাদের পক্ষে কোনো সাফাই গাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি মন্তব্য করেছেন, ‘‘আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা এটা করতে দেব না।’’
শনিবার বেলা ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সারজিস আলম। তিনি আরও বলেন, ‘‘খুনি হাসিনা সারাজীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে ক্ষমতা ধরে রেখেছিল। যেখানে গেছেন সেখানেই তার পরিবার নিয়ে কান্নাকাটি করেছে।’’
তিনি আরও বলেন, ‘‘তার পরিবারের ১৮ জন মানুষ, আর এই দুই হাজার জন মানুষ না। এদেরকে খুন করার সময় তার বুকটা একটু কাঁপেনি।’’
শহীদ পরিবারদের ব্যাপারে তিনি প্রশ্ন করেন, ‘‘আজ আমার যে ভাই শহীদ হয়েছে, যে বোন শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারের বাবা-মা, ভাই-বোনকে আমরা কীভাবে শান্তনা দেব?’’
এদিন বরিশাল বিভাগের ৭৯ শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান সারজিস আলম। তিনি বলেন, ‘‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে আমরা ৫ লাখ টাকা করে চেক দিচ্ছি। এটা মাত্র শুরু, কেহ যেন মনে না করেন এটাই শেষ।’’
সারজিস আলম আরও বলেন, ‘‘তাদের যতদিন যা কিছু প্রয়োজন, সেই যৌক্তিক চাহিদা পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।’’
বরিশাল বিভাগের ছয়টি জেলায় ১৩৪ জন শহীদ হয়েছেন জানিয়ে ৭৯ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে চেক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা করা হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. আলাউল হাসান, জেলাসিভিল সার্জন ডা. মরিয়া হাসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন।