আজ, ২১ নভেম্বর, জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনানিবাসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, এবং তিন বাহিনীর প্রধানরা শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৮টার দিকে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল ড. ইউনূসকে গার্ড অফ অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা শ্রদ্ধা জানায়। তারা শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন। এরপর কিছু সময় নীরবে দাঁড়িয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সেনানিবাসে পৌঁছালে তিন বাহিনীর প্রধানরা ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
আজ, সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি, প্রায় ১৪ বছর পর আজ সেনাকুঞ্জে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।