অতি প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি আইন উপদেষ্টার

অতি প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি আইন উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক সংবাদ সম্মেলনে আইন মন্ত্রণালয়ের গত ১০ দিনের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা।

চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে এবং নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?’

এ বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘এটি আইন মন্ত্রণালয়ের বিষয় নয়, তবে আমি বলছি, আমরা কিছু অত্যন্ত জরুরি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত করব। আমরা চাই না যে আগের মতো ভুয়া নির্বাচন হোক। এছাড়া কোনো উদ্দেশ্য নেই—আমরা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচনের সুযোগ সৃষ্টি করুক।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের অধিকাংশ সদস্যই তাদের পেশায় ফিরে যেতে আগ্রহী এবং তা যত দ্রুত সম্ভব করতে চান।’

সর্বশেষ সংবাদ