তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ, বিশ্ববিদ্যালয় হওয়ার দাবিতে বিক্ষোভ

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ, বিশ্ববিদ্যালয় হওয়ার দাবিতে বিক্ষোভ

রাজধানীর মহাখালীতে আজ, সোমবার সকালে সড়ক ও রেলপথ অবরোধ করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী বেলা সোয়া ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন। মিছিলটি আমতলী মোড় হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়।

ঘটনাস্থলে উপস্থিত **এই দেশ**-এর প্রতিনিধি বেলা সোয়া ১২টার দিকে জানিয়েছেন, শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করবেন না। তাঁদের দাবি, মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সরাসরি মহাখালীতে উপস্থিত হতে হবে।

এসময়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এপিসি এবং জলকামান সহ মোতায়েন ছিল। এর আগে, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় হওয়ার দাবিতে কয়েক মাস ধরে একাধিকবার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।

বিক্ষোভের এক পর্যায়ে, নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন *উপকূল এক্সপ্রেস* মহাখালী রেলক্রসিং অতিক্রমের সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন। তবে ট্রেনটি গতি কমিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ট্রেনের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে, যার ফলে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। ট্রেনটি পরে সেখান থেকে চলে যায়।

সর্বশেষ সংবাদ