তারেক জিয়া ছাত্র-জনতার আন্দোলনে আহতদের জন্য ৫ লক্ষ টাকা দিলেন

তারেক জিয়া ছাত্র-জনতার আন্দোলনে আহতদের জন্য ৫ লক্ষ টাকা দিলেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া ছাত্র-জনতার আন্দোলনে আহতদের জন্য ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) গিয়ে আহতদের সাথে সাক্ষাৎ করেন।

এ সময় সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ‘আমরা আহতদের সাথে কথা বলে জানতে পেরেছি যে, তারা চিকিৎসা সেবা পেলেও কোনো ধরনের আর্থিক সহায়তা পাননি। তাই আমরা সরকারের কাছে অনুরোধ করছি, যেন তারা আহতদের আর্থিক সহায়তা প্রদান করেন।’

তিনি আরও জানান, বিএনপির চেয়ারপারসন তারেক জিয়া এই আহতদের সহায়তায় ৫ লক্ষ টাকা দিয়েছেন এবং বিএনপির স্বাস্থ্য সম্পাদক রফিকুল ইসলাম দায়িত্ব নিয়ে এই টাকা আহতদের কাছে পৌঁছে দিবেন।

এছাড়া, বিএনপির প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিএনপির নেতৃবৃন্দ আজ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সর্বশেষ সংবাদ