শেখ পরিবারের বন্দনা ও মুজিববাদী রাজনীতি পরিহারের আহ্বান: মাহফুজ আলম

শেখ পরিবারের বন্দনা ও মুজিববাদী রাজনীতি পরিহারের আহ্বান: মাহফুজ আলম

শেখ মুজিবুর রহমান এবং তাঁর কন্যা শেখ হাসিনার শাসন ব্যবস্থা নিয়ে গুরুতর মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, শেখ পরিবারের সদস্যদের উচিত তাঁদের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা স্বীকার করে ক্ষমা চাওয়া এবং এর জন্য বিচারের মুখোমুখি হওয়া। এছাড়া মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা বন্ধ করার আহ্বান জানান।

আজ বুধবার একটি ফেসবুক পোস্টে মাহফুজ আলম বলেন, ‘‘শেখ মুজিব ও তাঁর কন্যা শেখ হাসিনা তাঁদের ফ্যাসিবাদী শাসনের কারণে জনগণের ক্ষোভের শিকার হয়েছেন। শেখ মুজিব পূর্ব বাংলার স্বাধীনতা সংগ্রামে জনপ্রিয় নেতা হলেও, একাত্তরের পর তিনি নিজেই এক পীড়ক শাসক হয়ে ওঠেন। তাঁর শাসনামলে দেশের অবস্থা দুর্বিষহ ছিল, যার জন্য জনগণকে অতিরিক্ত শোষণ ও নির্যাতনের শিকার হতে হয়েছিল।’’

তিনি আরও উল্লেখ করেন, ‘‘শেখ মুজিবের শাসনের পর ১৯৭৫ সালে তাঁর মৃত্যুর পরেও মানুষের মধ্যে তেমন কোনো শোক বা সমবেদনা ছিল না, কারণ তিনি দেশকে এক গভীর সংকটে ফেলে গিয়েছিলেন। তাঁর শাসনের পরবর্তীতে মুজিববাদী রাজনীতি এবং শেখ পরিবারের প্রতি অন্ধ ভক্তি-প্রশংসার বদলে জনগণের কাছ থেকে ক্ষমা প্রার্থনা ও জবাবদিহিতা করা উচিত। শুধু তা-ই নয়, শেখ পরিবারের সদস্যদের এখন উচিত তাঁদের ফ্যাসিবাদী শাসনের জন্য দায়ী হওয়া, ক্ষমা চাওয়া এবং বিচারের মুখোমুখি হওয়া।’’

মাহফুজ আলম বলেন, ‘‘তাঁরা (শেখ মুজিব ও শেখ হাসিনা) যে শাসন ব্যবস্থার সৃষ্টি করেছেন, তা থেকে বেরিয়ে আসতে হবে। যে শাসক পরিবারগুলোর সবকিছু নিজেদের মনে করে, তাদের দেবতুল্য মনে করা উচিত নয়।’’ তিনি আরও বলেন, ‘‘এই দেশকে এখন মিথ্যা ইতিহাসের বন্দি হতে দেওয়া চলবে না, ইতিহাসকে ভুল ব্যাখ্যা করার বিরুদ্ধে আমাদের সবাইকে একত্রিত হতে হবে।’’

তিনি মন্তব্য করেন, ‘‘যুদ্ধপরাধী হিসেবে কোনো মুক্তিযোদ্ধা যদি কোনো অন্যায় করে থাকে, তবে তাঁর বিচার হওয়া উচিত। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের কারণে তাঁদের অপরাধের জন্য তাদের ক্ষমা করা উচিত নয়।’’

এছাড়া, মাহফুজ আলম মনে করেন, শাসক পরিবারের ছবি ও ভাস্কর্য সরিয়ে দেওয়া জনগণের এক শক্তিশালী প্রতিবাদ এবং ঐতিহাসিক সঠিকতা প্রতিষ্ঠার এক দৃষ্টান্ত। ‘‘এটি কোন রাষ্ট্রের বিরুদ্ধে নয়, বরং এই দেশ ও জাতির বিরুদ্ধে অত্যাচার চালানো শাসকদের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ,’’ উল্লেখ করেন তিনি।

সর্বশেষ সংবাদ