নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জনগণের কাছে ক্ষমা চাইলেন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জনগণের কাছে ক্ষমা চাইলেন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন রাষ্ট্রের কাছে সহায়তা চাইতে গিয়ে হেনস্তার শিকার লাখো মানুষের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন।

আজ মঙ্গলবার, দেশটির পার্লামেন্টে উপস্থিত অসংখ্য মানুষের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি। অভিযোগ রয়েছে, যারা আশ্রয় কিংবা মানসিক সহায়তা প্রার্থনা করতে রাষ্ট্রের কাছে গিয়েছিলেন, তাদের অনেককেই হেনস্তার শিকার হতে হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গঠিত একটি সরকারি কমিশনের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, প্রতি তিনজনের একজনের বিরুদ্ধে অত্যাচারের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে, প্রধানমন্ত্রী লুক্সন পার্লামেন্টে সরকারের পক্ষ থেকে অত্যাচারিতদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বলেন, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, সেজন্য কঠোর নজরদারি এবং সবকিছু সঠিকভাবে তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

কমিশনের তথ্যানুযায়ী, ১৯৫০ থেকে ২০১৯ সাল পর্যন্ত সংঘটিত এসব ঘটনায় প্রায় ৬ লাখ ৫০ হাজার মানুষ অত্যাচারের শিকার হয়েছেন, যার মধ্যে অনেক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। প্রতিবেদনটি আরো বলছে, মূলত বর্ণবাদের কারণে এসব অত্যাচার করা হয়েছে এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মাওরি জাতিগোষ্ঠীর মানুষরা।

সর্বশেষ সংবাদ