শপথ গ্রহণে ফারুকীকে অভিনন্দন জানালেন তিশা

শপথ গ্রহণে ফারুকীকে অভিনন্দন জানালেন তিশা

নতুন রাজনৈতিক দায়িত্বে শপথ নিয়েছেন প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আজ বঙ্গভবনে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ফারুকীকে অভিনন্দন জানিয়ে তিশা ফেসবুক ও ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন।

ফারুকী শপথ নিতে কালো রঙের পাঞ্জাবি, পায়জামা এবং ক্যাপ পরেছিলেন, এবং তাঁর পাশে ছিলেন তিশা। ভিডিওটির caption-এ তিনি লিখেছেন, “নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ।”

এই পোস্টটি ছড়িয়ে পড়ার পরেই তিশার ফেসবুক পেজে চার হাজারেরও বেশি রিঅ্যাকশন এবং দুই শতাধিক মন্তব্য এসেছে। ফারুকীকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও পোস্ট করেছেন বিভিন্ন ব্যক্তি, এর মধ্যে রয়েছেন নির্মাতা স্বপন আহমেদ, খিজির হায়াত খান, রাশীদ পলাশ, গৌতম কৈরী, এবং সংগীতশিল্পী এলিটা।

ফারুকী গত আড়াই দশক ধরে চলচ্চিত্র ও নাটক নির্মাণ করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। ‘টেলিভিশন’, ‘ডুব’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘পিঁপড়াবিদ্যা’-এর মতো জনপ্রিয় সিনেমাগুলোর নির্মাতা হিসেবে তাঁর ক্যারিয়ার পরিচিত। ছাত্র-জনতার অভ্যুত্থানের পক্ষে সোচ্চার ছিলেন এই নির্মাতা।

গত ৮ আগস্ট, শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত অন্তর্বর্তী সরকারের সদস্য হিসেবে ফারুকী যোগ দেন।

সর্বশেষ সংবাদ