শ্রমিকদের বিক্ষোভ: বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

শ্রমিকদের বিক্ষোভ: বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তৃতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছেন গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। তারা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন, এবং ৪৮ ঘণ্টা পরেও সড়ক ছাড়তে রাজি হচ্ছেন না। আজ সোমবার সকালে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে, এবং যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের দাবি, তারা গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। একাধিকবার আন্দোলন করলেও কর্তৃপক্ষ বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা পূর্ণ হয়নি। এ কারণে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে গত শনিবার থেকে সড়ক অবরোধ শুরু করেন। শিল্প পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বেতন পরিশোধের আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ফলে শ্রমিকরা আবারও মহাসড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন।

শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধের কারণে গাজীপুর শিল্পাঞ্চলের আশপাশের ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কয়েকটি শ্রমিক জানিয়েছেন, তারা মাসের পর মাস বেতন না পাওয়ার কারণে ঋণের মধ্যে পড়েছেন এবং পরিবার চালাতে সমস্যায় পড়েছেন। হাবিবুর রহমান নামের এক শ্রমিক বলেন, "দুই মাস ধরে ঘরভাড়া দিতে পারছিনা, দোকানের টাকা দিতেও সমস্যা হচ্ছে। আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।"

অপর এক শ্রমিক শহিদুল ইসলাম বলেন, "যতক্ষণ বেতন না পাচ্ছি, ততক্ষণ রাস্তায় থাকব। আমাদের বেতন না দিলে বাড়ি ফিরব না।"

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, মালিকপক্ষকে একাধিকবার সময় দেওয়া হয়েছে, কিন্তু তারা বারবার বেতন পরিশোধে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, "শ্রমিকেরা এখন আর আমাদের কথা বিশ্বাস করছে না। তারা মনে করে, সড়ক অবরোধ করতে পারলে মালিকের ওপর চাপ সৃষ্টি হবে এবং বেতন দেয়া হবে।"

এদিকে, শ্রমিকদের বিক্ষোভের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং বহু যাত্রী হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। ঘটনাস্থলে থানা-পুলিশ এবং শিল্প পুলিশ উপস্থিত রয়েছে।

সর্বশেষ সংবাদ