মিলানে রিয়াল মাদ্রিদ ধ্বংস, বার্নাব্যুতে টানা দ্বিতীয় হার

মিলানে রিয়াল মাদ্রিদ ধ্বংস, বার্নাব্যুতে টানা দ্বিতীয় হার

নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের শক্তির পরিচিতি সবার কাছেই। স্বাগতিক সমর্থকদের সামনে লস ব্ল্যাঙ্কোসরা এতটাই শক্তিশালী ছিল যে, এগিয়ে থাকলেও প্রতিপক্ষদের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত স্বস্তির নিশ্বাস নিতে দেওয়া হতো না। তবে এবার, সেই পরিচিত মাঠেই রিয়াল মাদ্রিদ যেন অচেনা হয়ে গেছে।

সর্বশেষ এল ক্ল্যাসিকোতে ঘরের মাঠে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়া রিয়াল মাদ্রিদ এখনো সেই হারের ক্ষত বহন করছে। এর মধ্যেই মঙ্গলবার, চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের বড় ব্যবধানে হারিয়ে লজ্জা দিয়েছে এসি মিলান! ৩-১ গোলের ব্যবধানে রিয়াল মাদ্রিদকে পরাজিত করেছে ইতালিয়ান ক্লাবটি, যা সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হারানোর রেকর্ড সৃষ্টি করেছে। এটি ছিল চলতি মৌসুমে রিয়ালের তৃতীয় পরাজয়, অথচ ২০২৩-২৪ মৌসুমে তারা ঘরের মাঠে আগে মাত্র দুটি ম্যাচ হারিয়েছিল।

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ রেকর্ড সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন, আর এসি মিলান সাতবার চ্যাম্পিয়ন। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে এসি মিলান রিয়ালের চেয়ে অনেকটাই পিছিয়ে ছিল। কিন্তু ম্যাচের শুরুতেই এসি মিলান রিয়ালকে চমকে দেয়। মাত্র ১২ মিনিটেই মালিক থিয়াওয়ের দুর্দান্ত হেডে এগিয়ে যায় মিলান। যদিও ২০ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র।

তবে বিরতির আগেই আরও এক গোল হজম করে বসে রিয়াল। ৩৮ মিনিটে রিয়ালের সাবেক তারকা আলভারো মোরাতা গোল করে মিলানকে আবার এগিয়ে দেন। বিরতির পর কিছুটা আক্রমণাত্মক হলেও রিয়াল গোল করতে ব্যর্থ হয়। উল্টো ৭৩ মিনিটে তিজানি রেইনডার্সের গোলের মাধ্যমে বড় জয় নিশ্চিত করে মিলান।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল দুটো ভিন্ন অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়ে। অবিশ্বাস্যভাবে স্পোর্টিং সিপি ম্যানচেস্টার সিটিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে। সিটিজেনদের জন্য এটি ছিল ২০১৬ সালের পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম চার গোল হজমের ঘটনা। ২০১৮ সালের পর টানা তিন ম্যাচ হারার নজিরও স্থাপন করল সিটি।

অন্যদিকে, লিভারপুল ৪-০ গোলের বড় জয়ে বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনকে পরাজিত করে নিজেদের সেরা খেলাটা দেখিয়েছে। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে পিএসভি, সেল্টিক, ডায়নামো জাগরেব, মোনাকো ও বরুসিয়া ডর্টমুন্ডও।

সর্বশেষ সংবাদ