মির্জাপুরে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

মির্জাপুরে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মাত্র দুইদিনের ব্যবধানে ২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মির্জাপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে। এর মধ্যে শনিবার ৯ জন ও আজ রবিবার ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুসহ তার পরিবারের তিনজন রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে করোনা আক্রান্তের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাওয়ায় এ প্রেক্ষিতে করণীয় বিষয়ে আজ রবিবার বিকেলে মির্জাপুর উপজেলা প্রশাসন জরুরি সভা আহবান করেছে বলে জানা গেছে। এছাড়া করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে জনমনে বাড়ছে আতঙ্ক।

জানা গেছে, স্থানীয় স্বাস্থ্যকর্মীরা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গত ৬ জুন ২১ জন এবং ৭ জুন ১৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠান। তাদের মধ্যে শনিবার আসা রিপোর্টে ২১ জনের মধ্যে ৯ জন এবং রবিবার আসা রিপোর্টে ১৮ জনের মধ্যে ১১ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ আসে।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক বলেন, করোনা বিষয়ে মানুষকে সচেতন করতে এবং নিয়মিত অভিযান পরিচালনা কার্যক্রম বৃদ্ধি করা হবে। এ বিষয়ে রবিবার বিকেলে মির্জাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সভা আহবান করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ