নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ আজ রবিবার ভোররাতে টঙ্গীর সাতাইশ খাঁ পাড়া এলাকার একটি বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাড়ির সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে সোনা-গায়না নগদ টাকা পয়াসাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ জানায় স্থানীয় মোতাহার খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গেছে। বাড়ির মালিক মোতাহার খাঁন জনকণ্ঠকে জানান, রবিবার শেষ রাতের দিকে দ্বিতীয় তলায় রান্না ঘরের গ্রিল কেটে ডাকাতরা বাসার ভেতর ঢুকে। ডাকাতদল বাড়ির মালিক মোতাহার খাঁনকে প্রথমে অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে। এর পর একে একে সব কক্ষে ঢুকে পরিবারের সব নারী-শিশুসহ সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ যাবতীয় মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ ব্যপারে টঙ্গী পশ্চিম থানায় যোগাযোগ করা হলে থানার ডিউটি অফিসার এসআই সাইফুল ইসলাম জনকণ্ঠকে জানান , ডাকাতির ঘটনা শুনে আমাদের একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।