নিজস্বসংবাদদাতা,নড়াইল ১৩ জুন ॥ নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ছাগলছিড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী মুসা সিকদার (৫০) ও স্ত্রীর শিরিনা বেগমের (৪০) মৃত্যু হয়েছে। শনিবার সকালে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, ছাগলছিড়া গ্রামের কৃষক মুসা শিকদার শনিবার সকালে ধান ভাঙ্গানোর জন্য ঘরের বারান্দা থেকে মাথায় করে ধান নেয়ার সময় বারান্দার সাথে বেঁধে রাখা কাপড় শুকানো তারের সাথে জড়িয়ে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী রাবেয়া বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ভদ্রবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য সজীব আহম্মেদ জানান, কৃষক মুসা মিয়ার বাড়ির বিদ্যুৎ সংযোগ থেকে টিনের ঘরটি বিদ্যুতায়িত হয়। কাপড় শুকানো তারটি ঘরের টিনের সাথে যুক্ত থাকার কারনেই এ ঘটনা ঘটেছে।