রাজশাহী মেডিক্যাল কলেজ করোনা ওয়ার্ডে আরও দুইজনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ করোনা ওয়ার্ডে আরও দুইজনের মৃত্যু

নিজস্ব সংবাদাদাতা , রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এবং আজ শনিবার ভোরে মারা যান তারা। তাদের করোনার উপসর্গ ছিল। এরা দুজনই নওগাঁর বাসিন্দা ছিলেন। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত দুইজন হলেন- নওগাঁ সদর উপজেলার সুপারিপট্টি এলাকার সাহাব উদ্দিনের ছেলে সিরাজ উদ্দিন (৫৫) এবং একই জেলার বদলগাছি উপজেলার ইসলামপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আবদুল গাফফার (২০)। তারা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা জানতে মৃত্যুর পর তাদের দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে আগে নমুনা পরীক্ষায় গাফফারের রিপোর্ট এসেছিল নেগেটিভ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সিরাজ উদ্দিন ও আবদুল গাফফারকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। করোনায় আক্রান্ত সন্দেহে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে পাঠিয়েছিলেন। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে বিকালে আবার রামেক হাসপাতালে পাঠানো হয়। এখানে করোনা রোগিদের জন্য নির্ধারিত ২৯ নম্বর ওয়ার্ডে তাদের রাখা হয়। এদের মধ্যে শুক্রবার রাতে গাফফার এবং শনিবার সকালে সিরাজ উদ্দিন মারা যান। গাফফার ঢাকায় একটি ওয়াশিং কোম্পানিতে চাকরি করতেন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গাফফার আগেই নমুনা পরীক্ষা করিয়েছিলেন। তখন তার করোনা নেগেটিভ এসেছিল। তবে তারা করোনায় আক্রান্ত ছিলেন কি না তা জানতে মৃত্যুর পর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।

তিনি জানান, লাশ দুটি দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার ভোররাতে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে নওগাঁ এবং রাজশাহীর দুইজন মারা গেছেন। তাদেরও করোনার উপসর্গ ছিল। নমুনা সংগ্রহ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ