কোথাও সাকিবকে রাখলেন না মুডি

কোথাও সাকিবকে রাখলেন না মুডি

অনলাইন ডেক্স : ক্রিকেটের তিন ফরম্যাটে তিন অলরাউন্ডারদের তালিকার কোনটিতেই বাংলাদেশের সাকিব আল হাসানকে রাখলেন না, অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ও বিভিন্ন ফ্যাঞ্চাইজিভিত্তিক লিগে কোচের দায়িত্ব পালন করা টম মুডি।

সম্প্রতি এক পডকাস্টে আলাপকালে মুডিকে তিন ফরম্যাটের জন্য তিন অলরাউন্ডার বাছাই করতে বলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা খেলোয়াড় ইয়ান বিশপ। তিন ফরম্যাটের জন্য তিনজন অলরাউন্ডার বাছাই করেন মুডি। কিন্তু কোনো ফরম্যাটেই সাকিবের জায়গা হয়নি।

মুডির অলরাউন্ডার তালিকায় জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় শেন ওয়াটসন ও দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় জক ক্যালিস। টেস্টে ক্যালিস, ওয়ানডেতে ওয়াটসন ও টি-২০তে রাসেলকে রেখেছেন মুডি।

তবে টেস্টে সর্বকালের সেরা তিন অলরাউন্ডার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স, পাকিস্তানের ইমরান খান ও ক্যালিসকে রেখেছেন মুডি।

শুধুমাত্র টি-২০তে মুডির চোখে সেরা তিন অলরাউন্ডার পাকিস্তানের শহিদ আফ্রিদি, ওয়াটসন ও রাসেল।

২০১৭-১৮ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। ঐ দলের কোচ ছিলেন অস্ট্রেলিয়ার হয়ে ৮টি টেস্ট ও ৭৬টি ওয়ানডে খেলা মুডি।

সর্বশেষ সংবাদ